Skip to main content

Posts

Showing posts from August, 2021

সমালোচনা কবিতা

 জিবনের পথে এগিয়ে চলতে গিয়ে, সমালোচনার ভয়ে, সহস্র বার পেছনে তাকিয়ে , কিছুই পাই নি আমি । শুধু বুঝেছি ,,,, যদি হতে চাও সবার কাছে দামী । তাহলে হতে হবে বেনামি । তাইতো আজ সমালোচনা ভুলে , সবার কথা ফেছনে ফেলে ,  এগিয়ে চলার চেষ্টা ,,  না জানি কত ক্রস দূরে ,, দেখবো এর শেষটা । কিন্তু আর পেছনে তাকাবো না , কারণ আমি সমালোচকদের ভয়ে ,, নিজেকে শেষ করতে চাই না । চাই না আমি থেমে থাকতে । অন্যের ভয়ে নিজেকে দমিয়ে রাখতে ।  আমি শিখতে চাই , শেখাতে চাই , বুঝতে চাই , বোঝাতে চায় । এতে সফলতা পাই বা না পাই । আমার কোনো দ্বিধা নাই ।  শুধু চেষ্টা করে যেতে চাই ,  যতটা আমার প্রাণে সই ।  তাইতো আজ সমালোচনা ভুলে, সবার কথা পেছনে ফেলে,,  এগিয়ে চলার চেষ্টা ।  জানিনা কোথায় আছে এর শেষটা  ~ রুহুল আমিন বিজয়