Skip to main content

তুমি ভালবাসা দেখতে চাও by Ruhul Amin Bijoy

তুমি ভালোবাসা দেখতে চাও?
তাহলে সদ্য মাতৃ উপাধি পাওয়া মায়ের মুখের দিকে তাকিও, সহজেই এক নিষ্পাপ ভালোবাসা দেখতে পাবে। 
তুমি শান্তি দেখতে চাও?
তাহলে ধার্মিকদের সাথে কিছু সময় কাটাও শান্তি কি জিনিস সেটা বুঝে যাবে। 
তুমি অশান্তি দেখতে চাও?
তাহলে রাজনীতিবিদদের সাথে কিছু সময় কাটাও অশান্তির দর্শন পেয়ে যাবে। 
তুমি পরিশ্রম বুঝতে চাও?
তাহলে সফল ব্যাবসায়ীমনা মানুষদের সাথে কিছু সময় কাটাও পরিশ্রম কি জিনিস সেটা বুঝে যাবে। 
তুমি কি জানো আফসোস কি জিনিস?
মন থেকে চেয়েও সন্তানের শখ পূরণ না করতে পারা পিতার মুখের দিকে তাকিও, আফসোসের সঙ্গা পেয়ে যাবে। 
তুমি বিশ্বাস চিনতে চাও?
তাহলে নিজে কোনো গৃহপালিত পশুপাখি পেলে দেখো, তাদেরকে দেখলে বিশ্বাস খুব ভালো করে চিনে যাবে। 
তুমি ধৈর্য দেখতে চাও?
তাহলে তুমি মায়েদের দিকে তাকাতে পরো, সন্তান জন্মকালীন সময়ে এবং তিলে তিলে মানুষ করতে তাদেরকে কতই না ধৈর্য ধরতে হয়!
তুমি অপেক্ষা বুঝতে চাও?
এর জন্য তোমাকে বেশি কষ্ট করতে হবে না শুধু কোনো এক প্রবাসীর পরিবারের দিকে তাকিও, সেখানে এক অপেক্ষার হাট দেখতে পাবে।

~ রুহুল আমিন বিজয় (Ruhul Amin Bijoy)

Comments

Popular posts from this blog

Ruhul Amin Bijoy

আর কত ঘুমাবি? ওঠ জাগ,  তোরা উড়বি, তোরাই উড়াবি! - রুহুল আমিন বিজয় Ruhul Amin Bijoy #Ruhul_Amin_Bijoy #রুহুল_আমিন_বিজয়