Skip to main content

Posts

অবহেলা

 প্রিয় অবহেলা, মনে রেখো, তুমি যদি রাত্রি হও, আমি ভোর হতে শিখেছি। অন্ধকার দিয়ে গ্রাস করতে পারবেনা।  আর আধো অন্ধকারে এখন হাঁটতে পারি।  তুমি যদি আগুন হও, আমি পানি হতে শিখেছি। পুড়িয়ে ছাই করতে পারবেনা।  আর ফুটন্ত গরম এখন সইতে পারি।  তুমি যদি ঘূর্ণিঝড় হও, আমি বট হতে শিখেছি।  উড়িয়ে নিয়ে যেতে পারবেনা।  আর দুই একটা ডাল ভাঙার কষ্ট এখন সইতে পারি। তুমি যদি নদী হও আমি কচুরিপানা হতে শিখেছি।  ডুবাতে পারবেনা।  আর ভেসে যাওয়া এখন অভ্যাসে পরিণত হয়ে গেছে।  তোমার দেওয়া কষ্ট যদি এক আকাশ সমান হয় তবে আমি পাখি হতে শিখেছি।  কষ্টের মধ্যেও মনের সুখে উড়তে পারি।   আর ঝড়, বৃষ্টিতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে যাচ্ছি। তুমি যদি মুষলধারে বৃষ্টি হও, আমি কচুপাতা হতে শিখেছি।  জীবনের সাথে আষ্টেপৃষ্ঠে লেগে থাকতে পারবেনা।  আর দু-একফোটা বৃষ্টির পানি এখন তেমন প্রভাব ফেলে না।     অবহেলা..... ভেবেছিলাম তুমি আমাকে ভেঙে চুরমার করে দিলে। আমি ভুল ছিলাম।  তুমি আমাকে ইস্পাতের মত শক্ত করে গেলে।  এই ছোট্ট জীবনে তোমাকে পেয়েছি অনেক বার।  পেতে চাই আরও অনেক অনেক অনেক বার।  তোমার সংস্পর্শে এসে আমি ধারালো তলোয়ার হতে চাই! অবহেলা –

Ruhul Amin Bijoy

আর কত ঘুমাবি? ওঠ জাগ,  তোরা উড়বি, তোরাই উড়াবি! - রুহুল আমিন বিজয় Ruhul Amin Bijoy #Ruhul_Amin_Bijoy #রুহুল_আমিন_বিজয়

Photos of Ruhul Amin Bijoy

  Ruhul Amin Bijoy  কিছু আঁধার আলোর মাঝে।  কিছু স্বপ্ন তার পূর্ণতা খোঁজে। ~ রুহুল আমিন বিজয় (Ruhul Amin Bijoy)

তুমি ভালবাসা দেখতে চাও by Ruhul Amin Bijoy

তুমি ভালোবাসা দেখতে চাও? তাহলে সদ্য মাতৃ উপাধি পাওয়া মায়ের মুখের দিকে তাকিও, সহজেই এক নিষ্পাপ ভালোবাসা দেখতে পাবে।  তুমি শান্তি দেখতে চাও? তাহলে ধার্মিকদের সাথে কিছু সময় কাটাও শান্তি কি জিনিস সেটা বুঝে যাবে।  তুমি অশান্তি দেখতে চাও? তাহলে রাজনীতিবিদদের সাথে কিছু সময় কাটাও অশান্তির দর্শন পেয়ে যাবে।  তুমি পরিশ্রম বুঝতে চাও? তাহলে সফল ব্যাবসায়ীমনা মানুষদের সাথে কিছু সময় কাটাও পরিশ্রম কি জিনিস সেটা বুঝে যাবে।  তুমি কি জানো আফসোস কি জিনিস? মন থেকে চেয়েও সন্তানের শখ পূরণ না করতে পারা পিতার মুখের দিকে তাকিও, আফসোসের সঙ্গা পেয়ে যাবে।  তুমি বিশ্বাস চিনতে চাও? তাহলে নিজে কোনো গৃহপালিত পশুপাখি পেলে দেখো, তাদেরকে দেখলে বিশ্বাস খুব ভালো করে চিনে যাবে।  তুমি ধৈর্য দেখতে চাও? তাহলে তুমি মায়েদের দিকে তাকাতে পরো, সন্তান জন্মকালীন সময়ে এবং তিলে তিলে মানুষ করতে তাদেরকে কতই না ধৈর্য ধরতে হয়! তুমি অপেক্ষা বুঝতে চাও? এর জন্য তোমাকে বেশি কষ্ট করতে হবে না শুধু কোনো এক প্রবাসীর পরিবারের দিকে তাকিও, সেখানে এক অপেক্ষার হাট দেখতে পাবে। ~ রুহুল আমিন বিজয় (Ruhul Amin Bijoy)

সমালোচনা কবিতা

 জিবনের পথে এগিয়ে চলতে গিয়ে, সমালোচনার ভয়ে, সহস্র বার পেছনে তাকিয়ে , কিছুই পাই নি আমি । শুধু বুঝেছি ,,,, যদি হতে চাও সবার কাছে দামী । তাহলে হতে হবে বেনামি । তাইতো আজ সমালোচনা ভুলে , সবার কথা ফেছনে ফেলে ,  এগিয়ে চলার চেষ্টা ,,  না জানি কত ক্রস দূরে ,, দেখবো এর শেষটা । কিন্তু আর পেছনে তাকাবো না , কারণ আমি সমালোচকদের ভয়ে ,, নিজেকে শেষ করতে চাই না । চাই না আমি থেমে থাকতে । অন্যের ভয়ে নিজেকে দমিয়ে রাখতে ।  আমি শিখতে চাই , শেখাতে চাই , বুঝতে চাই , বোঝাতে চায় । এতে সফলতা পাই বা না পাই । আমার কোনো দ্বিধা নাই ।  শুধু চেষ্টা করে যেতে চাই ,  যতটা আমার প্রাণে সই ।  তাইতো আজ সমালোচনা ভুলে, সবার কথা পেছনে ফেলে,,  এগিয়ে চলার চেষ্টা ।  জানিনা কোথায় আছে এর শেষটা  ~ রুহুল আমিন বিজয়

প্রথম দেখায় প্রেমে পড়েছিলাম । আজও তার চেহারা চোখের উপর ভাসে 💔 ।

Lsd কী ? এর পরিণতি কী? এটা কেনো এত ক্ষতিকর ?

                      ঢাকায় ১৫টি দল এলএসডি বিক্রিতে সক্রিয় বাংলাদেশ |  হঠাৎ করেই বাংলাদেশে এলএসডি (লাইসার্জিক অ্যাসিড ডাইইথ্যালামাইড) নামক একটি মাদক নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। এই মাদক বিক্রি ও সেবনের অভিযোগে আটজন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী এই মাদক সেবনের পর নিজের গলা কেটে আত্মহত্যা করেছেন। ওই শিক্ষার্থীর মৃত্যুর ঘটনা তদন্তে নেমে গোয়েন্দারা এই মাদকের বিষয়টি জানতে পারেন। বিশেষজ্ঞরা বলছেন, এই মাদকের সবচেয়ে খারাপ দিক হল এটা এক ধরনের বিভ্রম তৈরি করে। ফলে এটা সেবনের পর নিজের উপর নিয়ন্ত্রণ থাকে না। তখন একজন মানুষ যা খুশি তাই করতে পারেন। এমনকি উঁচু ভবন থেকে লাফ দিতেও দ্বিধা করে না। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের অধ্যাপক ডা. তাজুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, "সব মাদকই ক্ষতিকর। কিন্তু এলএসডির সবচেয়ে খারাপ দিক হল এটা সেবনের ফলে দৃষ্টি বিভ্রম বা হেলুসিনেশন হয়ে থাকে। এখন কেউ যদি খুব খুশিতে থেকে এই ড্রাগ নেয় তাহলে তার মধ্যে রঙিন চিন্তা আসে। আর কেউ যদি খারাপ অবস্থার মধ্যে থেকে এই ড্রাগ নেয় তাহলে খারাপ জিনিসগুলো তাকে ভর করে। সে তখন যা খ